শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ায় বিদ্যালয় সরকারি করণে ভূমিকা রাখায় এমপি রিমি সংবর্ধিত

কাপাসিয়ায় বিদ্যালয় সরকারি করণে ভূমিকা রাখায় এমপি রিমি সংবর্ধিত

শেয়ার করুন

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি করণে বিশেষ ভূমিকা রাখায় ম্যানেজিং কমিটি, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি’কে আজ রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেয়া হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে বৈরী আবহাওয়ার মাঝে বিশাল প্যান্ডেলে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সিমিন হোসেন রিমি’কে এ সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেনের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, প্রধান শিক্ষক মোঃ ফাইজ উদ্দিন ফকির, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী বাবুল, প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল কবির মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।