তাওহীদ হোসেন
কাপাসিয়া প্রতিনিধি ॥
গাজীপুর: কাপাসিয়ায় বিডি ক্রিয়েশনের সহযোগীতায় গ্রামের নারীরা সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে কুটির শিল্পের কাজ করে অর্থ উপার্জন করছেন। বিডি ক্রিয়েশন তাদের কার্যক্রম উপজেলার ঘাগটিয়া, বারিষাব ও সিংহশ্রী ইউনিয়নে ১৬টি ইউনিটের মাধ্যমে পরিচালনা করছে। ইউনিটগুলি থেকে গ্রামের নারীদের বাটি, জার, বক্স, ফুলদানি, পাটি ইত্যাদি তৈরির সরঞ্জাম সংগ্রহ করে এবং তৈরির পর তা জমা দিয়ে থাকে। ফলে বাড়িতে বসেই গ্রামের নারীরা এ কাজ করতে পারছেন। ইউনিট গুলিতে প্রায় ৫০০ নারী কাজ করছে।

বিডি ক্রিয়েশনের ম্যানেজার জানান, আমরা আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে সম্প্রসারণ করবো। দেশ বিদেশ থেকে আমরা আমাদের কাজের স্বীকৃতি পেয়েছি।
অফিসার মুরাদ হোসেন জানান, আমাদের এখানের তৈরি পণ্যগুলি দেশের পাশাপাশি বিদেশে রফতানি হচ্ছে।