শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কাপাসিয়ায় বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

কাপাসিয়ায় বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

শেয়ার করুন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ॥
কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর গ্রামে জমাজমি নিয়ে পূর্ব শক্রতার জের ধরে ছৈয়দালী হাজীর বাড়িতে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এঘটনায় ঝরনা বেগম (৪৫) নামে এক মহিলা গুরুতর আহত হয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গত ২১ নভেম্বর সকাল ১১টায় এ ঘটনা ঘটে। ছৈয়দালী হাজীর বাড়ির আতিকুল্লাহগংদের উপর একই বংশের রাজু আকন্দগংদের পূর্ব থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন রাজু আকন্দের নেতৃত্বে প্রায় ৪০/৫০ সন্ত্রাসী প্রকৃতির লোক দা ও লাঠিসোটা নিয়ে এ হামলার ঘটনা ঘটায়। হামলার সময় বাড়িতে খড়ের পাড়ায় আগুন ধরিয়ে দেন প্রতিপক্ষরা। এসময় এলাকার লোকজনের সহায়তার আগুন নিয়ন্ত্রণে নেয়। পরে মনোহরদী থেকে ফায়ার সার্ভিসের গাড়ি হাজির হয়। খবর পেয়ে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক আজাহার উপস্থিত হন। ওইদিনই এ বিষয়ে আতিকুল্লাহ বাদি হয়ে কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গত ২২ নভেম্বর সকালে এ রিপোর্ট লেখা সময় রাজু আকন্দ এবং তার লোকজন আতিকুল্লাহগংদের বাশ বাগানের বাশসহ ও অন্যান্য গাছপালা জোরপূর্বক কেটে নিয়ে যাচ্ছে। যে কোন সময় আবারও সংঘর্ষের আশংকা রয়েছে।