আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় আজ মঙ্গলবার বিকেলে বজ্রপাতে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজন অবস্থায় আমরাইদ গ্রামের আঃ হামিদের ছেলে সাইফুল (১৮)কে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
জানা যায়, আজ বিকেলে উপজেলার আমরাইদ বাজারের গরুর হাটে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই অন্তত ১৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করে। সে শ্রীপুর উপজেলার ইজ্জতপুর ইউনিয়নের ভবানীপুরের আকমত আলীর ছেলে মোমতাজউদ্দিন (৪৫)। গুরুতর আহতরা হলো কড়িহাতা ইউনিয়নের সুরুজআলীর ছেলে রাকিব (১৭), রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের মৃত মোতালিবের ছেলে ইউনুছ আলী (৪৩), আছমত আলীর ছেলে এবাদুল্লাহ (৫০), চাঁদপুর ইউনিয়নের দড়ি ভাকোয়াদি গ্রামের আরজ আলীর ছেলে ইব্রাহীম (৪৫), রমিজউদ্দিনের ছেলে মোস্তফা (৩৪), রায়েদ গ্রামের আঃ বাতেনের ছেলে মোস্তফা (৪৫)। এছাড়াও ঘটনাস্থলেই রায়েদ গ্রামের মজিবুর রহমানের ছেলে জাহিদুল (০৯), কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামের আঃ গফুরের ছেলে জহিরুল ইসলাম (২২) ও গাজীপুর সদরের পোড়াবাড়ির বাওরাইদ গ্রামের হাবিবুর রহমানের ছেলে ফিরোজ মিয়া (৫৫), আকতার হোসেন (২৫), নয়ন মিয়া (৩৫)সহ অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তাছাড়া ঘটনাস্থলে তৎক্ষনাৎ একটি ছাগল মারা যায়।