বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ায় বখাটেদের এসিড নিক্ষেপে ঝলসে যায় কলেজছাত্রী শিলামনি, গ্রেফতার ১

কাপাসিয়ায় বখাটেদের এসিড নিক্ষেপে ঝলসে যায় কলেজছাত্রী শিলামনি, গ্রেফতার ১

শেয়ার করুন

আকরাম হোসেন রিপন
চীফ রির্পোটার ॥
গাজীপুর: দীর্ঘদিন কুপ্রস্তাব দিয়ে প্রত্যাক্ষিত হওয়ায় কাপাসিয়ায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শিলামনি (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে তিন বখাটে এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে তার দু’হাত। এ ব্যাপারে শিলামনির পিতা মোঃ সিরাজ উদ্দিন বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত এক জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। থানাপুলিশ ঘটনার মূলহোতা আড়াল গ্রামের মোঃ আলমগীর বেপারীর ছেলে মোঃ সাগর বেপারী (১৮) কে গ্রেফতার করে রোববার সকালে গাজীপুর আদালতে প্রেরণ করেছেন। অপর নামীয় আসামী হল একই গ্রামের মোঃ কাজল বেপারীর ছেলে মোঃ ফাহিম বেপারী (১৮)। শিলামনির বাড়ী উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল গ্রামে। সে আড়াল জিএল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

জানা যায়, শিলামনি গত শনিবার সকালে পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে কাপাসিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে আসে। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তরগাঁও মেডিকেল মোড়ের কাছাকাছি এলে বখাটে সাগর ও ফাহিম তার আরেক সঙ্গীকে নিয়ে শিলার শরীরে এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এসময় শিলার ডান ও বাম হাত ঝলসে যায়। চিৎকার শুনে শিলার সহপাঠী ও পথচারিরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, ঘটনার মূল আসামীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেফতারের তৎপরতা চলছে। এসিডের বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কোন দাহ্য পদার্থ দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।