সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > কাপাসিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কাপাসিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শেয়ার করুন

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় নাশেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোতীষ চন্দ্র দেবনাথের বিরুদ্ধে জাল সার্টিফিকেট বিক্রয়, নিয়োগ বাণিজ্য, শিক্ষকদের সাথে দুর্ব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। অফিস সহকারির অভিযোগে ম্যানেজিং কমিটির নির্ধারিত সভা ও বিদ্যালয়ে উপস্থিত না হয়ে নিজেকে বাঁচাতে গত দুইদিন যাবত প্রধান শিক্ষক পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা যায়।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান ভূঁইয়া সোহেলের নিকট থেকে জানা যায়, প্রধান শিক্ষক জোতীষ চন্দ্র দেবনাথ ও অফিস সহকারি মোঃ ইউনুছ আলী সরকার বিগত ২০০৯ সালের ২১ ডিসেম্বর একই দিনে বিদ্যালয়ে যোগদান করেন। কিছুদিন যেতে না যেতে প্রধান শিক্ষক তাকে ডিগ্রি পাশের জাল সার্টিফিকেট দিয়ে সহকারি শিক্ষকের পদে নিয়োগ দেয়ার প্রলোভন দেখান। সে মতে অফিস সহকারি ৫ লাখ টাকার দফারফার এক পর্যায়ে চড়াসুদে ঋণ করে ৫০ হাজার টাকা প্রধান শিক্ষককে প্রদান করেন। পরবর্তীতে অফিস সহকারিকে প্রদানকৃত ডিগ্রি পাশের সার্টিফিকেটটি জাল প্রমানিত হওয়ায় শিক্ষক নিবন্ধন পরিক্ষা থেকে সে বাদ পড়েন। র্দীঘ প্রায় দশ বছর অতিবাহিত হলেও তার টাকা ফেরৎ না দেয়ায় সে গত ২২ আগস্ট ম্যানেজিং কমিটির নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। ফলে গত ২৪ আগস্ট ম্যানেজিং কমিটির সভায় সকলের উপস্থিতিতে বিষয়টি প্রমানিত হয় এবং প্রধান শিক্ষক তা স্বীকার করে টাকা ফেরৎ দেয়ার লিখিত অঙ্গিকার করেন। এরপর থেকে প্রধান শিক্ষক জোতীষ চন্দ্র দেবনাথ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে দুর্ব্যবহার, নিয়মিত ক্লাস না করা, ক্লাস রুটিন পরিবর্তন ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে শিক্ষার্থীদের উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রধান শিক্ষকের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ইতিমধ্যে বিদ্যালয়ের ১৪ জন শিক্ষক-কর্মচারি জরুরী সভা করে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। ফলে ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষককে আগামী ৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। পালিয়ে বেড়ানো প্রধান শিক্ষক নিজেকে বাঁচাতে চিকিৎসার বাহানা ও বর্তমান সভাপতির বিরুদ্ধে বিষোদগার করে থানায় সাধারণ ডায়েরী করেছে।
এব্যাপারে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, ম্যানেজিং কমিটির বিগত সভাপতি ও প্রধান শিক্ষক জোতীষ চন্দ্র দেবনাথের যোগসাজসে ৪ জন শিক্ষককে নিয়োগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। অথচ বর্তমান সভাপতি বিদ্যালয়ের নাম ‘নাশেরা বালিকা উচ্চ বিদ্যালয়’ থেকে ‘নাশেরা উচ্চ বিদ্যালয়’ নামকরণসহ পূর্বের সকল প্রকার অনিয়ম দূর করে শৃঙ্খলা ফিরিয়ে এনে বিদ্যালয়ের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেন। এ বিষয়ে জানতে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে না পেয়ে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, যা বলা হয়েছে তা মিথ্যা। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।’