শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ায় প্রতিবন্ধীদের বাংলা ইশারা ভাষা দিবস পালিত

কাপাসিয়ায় প্রতিবন্ধীদের বাংলা ইশারা ভাষা দিবস পালিত

শেয়ার করুন

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: বৃহস্পতিবার সকালে উপজেলার রায়েদ ইউনিয়নের বিবাদিয়া মুক্তিযোদ্ধা হাশেম বাক, শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সহযোগিতায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে অংশগ্রহণ করেন কাপাসিয়া উপজেলার সমাজ সেবা অফিস সহকারী মোঃ জসিম উদ্দিন। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে অন্য শিক্ষার্থীর মতো তারাও শিক্ষিত হতে পারবে এবং তারাও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। তার জন্য প্রয়োজন সমাজের বিত্তবান লোকদের এবং সরকারি আর্থিক সহযোগিতা। বর্তমান সরকার প্রতিবন্ধীদের বিষয়ে ব্যাপক উন্নয় করেছেন। তাই প্রতিবন্ধী অভিভাবকদের বিচলিত হওয়ার কিছু নেই, তাদেরকে বোঝা মনে করবেন না বরং আরো বেশি আদর যতœ করে শিক্ষায় উৎসাহিত করবেন, বিবাদিয়া বীর মুক্তিযোদ্ধা বাক শ্রবন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. হাসেম এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ সুমন মিয়া, ইউ.এস.ডব্লিউ, রায়েদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকল হাকিম মোল্লা হিরন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল বাদল, রায়েদ ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রবিউল আউয়াল, কফিল উদ্দিন, ইকবাল হোসেন, মোঃ বিল্লাল হোসেন, আঃ মালেক, আবুল বাশার, ইউসুফ প্রতিবন্ধী শিক্ষার্থীর অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।