শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ায় টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কাপাসিয়ায় টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

শেয়ার করুন

আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী শনিবার রাতে বিদ্যালয়ের আঙ্গিনায় সমাপ্ত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, শতবর্ষ র‌্যালী ও আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শতবর্ষ পূর্তির দিনব্যাপী এ অনুষ্ঠান উদযাপিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল আলম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি এমপি, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান শরীফ আতিকুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক প্রফেসর প্রীতিশ কুমার সরকার, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুস সাত্তার শেখ, এলিট সিকিউরিটি সার্ভিস লিমিটেড এর পরিচালক শরীফ শাহাম আল ওয়াফিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ। সন্ধ্যায় চ্যানেল আই’র সেরা কন্ঠ ও ক্লোজআপ-১ এর শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অন্ষ্ঠুান পরিবেশিত হয়।