শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > কাপাসিয়ায় জাতির জনকের জন্মশত বার্ষিকী ও শিশু দিবস পালিত

কাপাসিয়ায় জাতির জনকের জন্মশত বার্ষিকী ও শিশু দিবস পালিত

শেয়ার করুন

আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কেক কাটা ও আলোচনা সভা। পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা আ’লীগ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ভিন্নধর্মী উদ্যোগ ছিল থানা পুলিশের তারা উপজেলার প্রধান প্রধান সড়কে পরিচ্ছন্ন অভিযান ময়লা ফেলার ডাস্টবিন স্থাপন ও সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করেন।

বিকেলে উপজেলা আওয়ামীগের সভাপতি সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার সহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।