মীর মাসুদ করিম
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলা বিবাদীয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ৪ নারীসহ ৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে ২ অক্টোবর রাতে কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ডিউটি অফিসার এজহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার বিবাদীয়া গ্রামে গত ১ অক্টোবর সকালে আব্দুল আজিজ, দুলাল মিয়া, হালিমা, আয়েশা, হেলেনা তাদের নিজের জমিতে কাজ করছিল। এ সময় একই গ্রামের প্রতিবেশী আসাদুল (২৮), রাজিব (২৫), আফাজ উদ্দিন (৪৫), আতাব উদ্দিন (৪৬), জামাল উদ্দিন (৩৮)সহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। তারা দা, লাঠি, বল্লম নিয়ে হামলা চালিয়ে বাড়িঘরে ব্যাপক ভাংচুর, লুটপাট ও মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করে এবং ব্যবহৃত স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে দুলাল মিয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় এজাহার দায়ের করেছেন।