বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ায় ছাটাইকৃত শ্রমিকদের বিক্ষোভ: ভয়-ভীতি হুমকির অভিযোগ

কাপাসিয়ায় ছাটাইকৃত শ্রমিকদের বিক্ষোভ: ভয়-ভীতি হুমকির অভিযোগ

শেয়ার করুন

আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় রংপুর গ্রুপের ‘আনান ফুট ওয়ার এন্ড লেদার গুডস লিমিটেড’ নামে কারখানায় কোন কারণ ছাড়াই শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে আজ সোমবার সকালে কারখানার সামনে ছাটাইকৃত শ্রমিকরা বিক্ষোভ করেছে। কারখানা কর্তৃপক্ষ প্রতিবাদী শ্রমিকদের নানা ভাবে ভয়-ভীতি ও হুমকী প্রদান করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার পাবুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রতিষ্ঠিত রংপুর গ্রুপের ‘আনান ফুট ওয়ার এন্ড লেদার গুডস লিমিটেড’ কারখানায় গত প্রায় ৪ বছর যাবত জুতা এবং ব্যাগ তৈরী হচ্ছে। এতে ব্যাগ তৈরী বিভাগে দেড় শতাধিক শ্রমিক কাজ করছিল। সোমবার সকালে শ্রমিকরা কাজে আসলে ৬০ জন শ্রমিককে কারখানা কর্তৃপক্ষ কাজ থেকে বিরত রাখেন। কারখানাটি প্রতিষ্ঠার শুরু থেকে স্থানীয় এবং বিভিন্ন এলাকার শ্রমিকরা গড়ে ২ হাজার ৫’শ টাকা থেকে ৫ হাজার ৩’শ টাকায় চাকুরী করছে। অথচ কোন নোটিশ ছাড়াই তাদের চাকুরী থেকে ছাটাই করে একটি নোটিশ কারখানা গেইটে ঝুলিয়ে দেয়।

টাইয়ের প্রতিবাদে এবং চাকুরী ফিরে পাওয়ার দাবীতে শ্রমিকরা সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত কারখানার গেইটে অবস্থান করে। দীর্ঘ সময় শ্রমিকরা ওই এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও কর্তৃপক্ষের কেউ তাদের কথা শুনেননি। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলেও কাউকে কারখানায় প্রবেশ করতে দেয়া হয়নি। পরে মোবাইল ফোনে কারখানার এডমিন মেজবাউল হক বিপ্লবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ব্যাগ তৈরী বিভাগে বর্তমানে কোন অর্ডার বা কাজ নেই। পরবর্তীতে অর্ডার পেলে তাদের কাজে নেয়া হবে।

ব্যাগ তৈরী বিভাগের ছাটাইকৃত সুপারভাইজার মিনহাজ বলেন, শ্রমিকদের নুন্যতম বেতন ৮ হাজার টাকা হলেও কারখানার শুরুতে আমরা নামমাত্র বেতনে কাজ করছি। তারপরও ইতিপূর্বে কোন প্রকার নোটিশ ছাড়াই সোমবার থেকে ৬০ জন শ্রমিকের কাজ বন্ধ করে দেয়। কর্মঘন্টার অতিরিক্ত সময় কাজ করালেও ন্যায্য পাওনা দেয়া হয় না। প্রতিবাদ করলে কর্তৃপক্ষ ছাটাইকৃত শ্রমিকদের স্থানীয় প্রভাবশালী অন্যান্য শ্রমিকদের দিয়ে ভয়-ভীতি ও হুমকী দিচ্ছে। এর আগেও বিভিন্ন সময়ে বিনা নোটিশে কারখানায় কর্মরত প্রায় দেড়’শ শ্রমিক ছাটাই করা হয়েছে। এখানে কোন প্রকার শ্রমিক আইন মানা হচ্ছে না। এছাড়া এ কারখানায় কম বেতনে বেশকিছু শিশু শ্রমিককে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ছাটাইকৃত শ্রমিকরা তাদের চাকুরীতে বহালের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা শ্রমিকদের অভিযোগের বিষয়টি সরেজমিনে তদন্ত এবং কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানান।