শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শিক্ষাঙ্গন > কাপাসিয়ায় কামড়া মাশক ফাজিল মাদ্রাসায় সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাপাসিয়ায় কামড়া মাশক ফাজিল মাদ্রাসায় সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

শামসুল হুদা লিটন,কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কামড়া মাশক ফাজিল মাদরাসার উদ্যোগে ২০ অক্টোবর বৃহস্পতিবার দিন ব্যাপী পবিত্র সীরাতুন্নবী( সাঃ) উপলক্ষ্যে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়। বিভিন্ন গ্রুপে ক্বেরাত, নাতে রাসুল, নবীজীর জীবনের নানা দিক নিয়ে রচনা, বাংলা ,আরবি ও ইংরেজিতে বিভিন্ন গ্রুপে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীরাতের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
কামড়া মাশক ফাজিল
মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাঃ হারুনুর রশীদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম এ ওহাব খান খোকা। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল্লাহ দর্জি , মোঃ সাব্বির হোসেন আকন্দ। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান আলোচক মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা ফয়জুল কবির সিদ্দিকী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটন, কামড়া মাশক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক, ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম ও ওয়ার্ড মেম্বার মোঃ কামাল হোসেন দর্জি। অনুষ্ঠান শেষে অতিথিগণ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও শিক্ষা সহায়তা বিতরণ করেন।