শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় তিন প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি

কাপাসিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় তিন প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি

শেয়ার করুন

আকরাম হোসেন রিপন ॥
গাজীপুর: সদ্য প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষায় গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তিন প্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেনি। তবে উপজেলার ৭২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৭টি মাদরাসা থেকে মোট জিপিএ ৫ পেয়েছে ১১৭ জন পরীক্ষার্থী। এদের মধ্যে মাদরাসা থেকে জিপিএ ৫ পেয়েছে ২ জন।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ৬টি পরীক্ষা কেন্দ্রে ৭২টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৪৫৩২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এতে পাশের হার ৭৭.২০ শতাংশ। অন্যদিকে ৩টি কেন্দ্রে ৬৭টি মাদরাসার মোট ১৪১৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এতে পাশের হার ৫১.৫৯ শতাংশ। তবে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদরাসা থেকে কেউ পাশ করেনি। প্রতিষ্ঠান গুলো হলো-খিরাটি পূর্বপাড়া ডা. আব্দুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় যার পরীক্ষার্থীর ৪ জন, বেলাশি মদীনাতুল উলুম মহিলা আলিম মাদরাসা যার পরীক্ষার্থী ১২ জন ও দক্ষিণগাঁও বালিকা দাখিল মাদরাসা যার পরীক্ষার্থী ১০ জন।