স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর দারুল মিল্লাত দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ছুটি বাণিজ্যের অভিযোগ উত্থাপিত হয়েছে। ওই মাদরাসার সুপারকে মাত্র ৫’শ টাকা দিলে যে কোন শিক্ষককে তিনদিনের ছুটি ভোগ করার সুযোগ করে দেন। সুকৌশলে ছুটির দরখাস্ত নিয়ে ছুটি ভোগ করার পর সুবিধা ভোগী শিক্ষক মাদ্রাসায় উপস্থিত হয়ে হাজিরা খাতায় বেগডেটে স্বাক্ষর দেন এবং ছুটি নেয়া দরখাস্তের কপি সুপার সাহেব ছিঁড়ে ফেলেন। উক্ত মাদরাসার গণিতের শিক্ষক এ সুযোগে গাজীপুর শহরের একটি সুনামধন্য কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানে পার্টাইম চাকরি করছেন। তাছাড়াও শহরের বিভিন্ন কোচিং সেন্টারে টিউশনি করে যাচ্ছেন ওই শিক্ষক।
ওই শিক্ষক সর্বশেষ গত ১৩ ও ১৪ জানুয়ারি দু’দিনের ছুটির দরখাস্ত দিয়ে গাজীপুর শহরে অবস্থান করে ছুটির ভোগ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক টাকার বিনিময়ে ছুটি পাওয়া যায় এ বিষয়ের সত্যতা স্বীকার করেন।
টাকার বিনিময়ে ছুটির বিষয়ে মাদ্রাসা সুপার মোঃ সারফুদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি সত্য নয় বলে এ প্রতিবেদককে জানান। তিনি বলেন, ছুটির দরখাস্ত দিয়ে শিক্ষকরা নৈতিত্তিক ছুটি ভোগ করেন।
টাকার বিনিময়ে ছুটির বিষয়টি জনশ্রুতি রয়েছে ওই মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে। বিষয়টি এলাকায় হাসি-তামসার খোরাক হিসেবে পরিগণিত হয়েছে।