শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > কাপাসিয়ার সুমন মেম্বারের বিরুদ্ধে গরু চুরির মামলা

কাপাসিয়ার সুমন মেম্বারের বিরুদ্ধে গরু চুরির মামলা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ার বহুল আলোচিত সুমন মেম্বারের বিরুদ্ধে গরু চুরির মামলা হয়েছে।

সোমবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক সাইফুল ইসলাম মোল্লা বাদী হয়ে মামলাটি করেন।

আসামি সুমন মিয়া বেপারী উপজেলার বারিষাব ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার ও চরদুর্লভ খাঁ গ্রামের আক্তার উদ্দিন বেপারীর ছেলে।

মামলায় সুমন মেম্বারকে চুরিতে সহযোগিতা করার অভিযোগে তার বাবা-মাকেও আসামি করা হয়েছে।

বাদীর আইনজীবী লাবীব উদ্দিন আলোকিত নিউজকে জানান, বিচারক তাহমিনা খানম শিল্পী অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় বলা হয়, বাদী অনলাইন পত্রিকা বিজ্ঞাপন চ্যানেল ডটকমের এডিটর-ইন-চিফ। তার বাবার কাছ থেকে চরদুর্লভ খাঁ গ্রামের ফরাজী বাড়ির জামাই আবদুল মতিন একটি ষাঁড় গরু বর্গা নেন। পূর্ব শত্রুতার জেরে সুমন মেম্বার গত ২৬ আগস্ট বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে গরুটি চুরি করেন।

পরে মতিন পায়ের চিহ্ন দেখে সুমন মেম্বারের বাড়িতে গিয়ে রান্নাঘরে গরু লুকানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে লোকজন গরুটি উদ্ধার করে তাকে বুঝিয়ে দেন।

ওই গরুর বাজারমূল্য ৪৮ হাজার টাকা। ঘটনাটি নিয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে চলে ব্যাপক তোলপাড়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন মেম্বার মামলার হুমকি দেন।