শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কাপাসিয়ার যুবক সেনা সদস্য হতে পারল না

কাপাসিয়ার যুবক সেনা সদস্য হতে পারল না

শেয়ার করুন

কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন ॥
কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়িবাড়ি গ্রামের আকরাম হোসেন (১৮) নামের এক যুবক সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১ ডিসেম্বর সোমবার দুপুরে স্থানীয় শীতলক্ষ্যা নদীর সোহাগপুর ঘাটে। সে ওই গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য মফিজ উদ্দিনের এক মাত্রপুত্র।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মানসুর ভূঁইয়া জানান, মফিজ উদ্দিন মিলিটারীর পুত্র আকরামের আগামী ৮ জানুয়ারী বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদানের কথা ছিল। সেনাবাহিনীতে যোগদানের পূর্বে সাঁতার শিখা বাধ্যতামূলক বলে বাড়ির পাশে শীতলক্ষ্যা (বানার) নদীতে একাই সাঁতার শিখতে গিয়েছিল। অসাবধানতা বশতঃ সে গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় মাছধরা অবস্থায় প্রতিবেশী ইকবাল হোসেন তার ডাক চিৎকারে এগিয়ে এসে উদ্ধার করে তাকে প্রথমে আমরাইদ বাজারে একটি ক্লিনিকে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার সকাল ১০ টায় তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।