শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ার চাঞ্চল্যকর বিথী হত্যার ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১

কাপাসিয়ার চাঞ্চল্যকর বিথী হত্যার ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১

শেয়ার করুন

প্রেসবিজ্ঞপ্তি ॥
প্রেম ভালবাসার সম্পর্কের জের ধরে গত ১২/১০/২০১৭ তারিখে মোসাঃ বিথী আক্তার(১৯), পিতা-মোঃ মোক্তাদুল ইসলাম, সাং-নলগাঁও, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর এর সহিত মোঃ জুবায়েল হোসেন শাওন(২৩), পিতা-মোঃ সাইফুল ইসলাম খান, সাং-উত্তর দমদমা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিছু দিন সংসার করার পর তাদের মধ্যে বনিবনাদ না হওয়ায় উক্ত আসামী মোঃ জুবায়েল হোসেন শাওন তার স্ত্রীকে বিভিন্ন ভাবে নির্যাতনসহ প্রাণ নাশকের হুমকি প্রদান করে। যাহার দরুণ মোসাঃ বিথী আক্তার(১৯) নিজে বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি সাধারণ জিডি করে যাহার নম্বর ২৪৮২ তারিখ ২৮/০৪/১৮। পরবর্তীতে তাদের ০৪/০৬/২০১৮ তারিখে পারিবারিক আদালতে তালাক প্রাপ্ত হয়। উক্ত আসামী সু-পরিকল্পিত ভাবে মোসাঃ বিথী আক্তার এর উপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে ছলনার আশ্রয় নিয়ে পুনরায় পারিবারিক আদালতের মাধ্যমে গত ০৯/০৭/২০১৮ তারিখ মোসাঃ বিথী আক্তারকে বিবাহ করে। যার ধারাবাহিকতায় গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ জুবায়েল হোসেন শাওন, ২নং আসামী মোঃ গোলজার হোসেন(৪২) এর সু-পরিকল্পিত কৌশলে গত ১৯/০৭/১৮ তারিখ মোসাঃ বিথী আক্তারকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে সড়ক দুর্ঘটনার বলে চিকিৎসার নামে শহীদ তাজ উদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুরে রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের বাবা মোঃ মোক্তাদুল ইসলাম খান বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার নম্বর ১৭৫, তারিখ ২২/০৭/১৮ ধারা-৩০২/৩৪ দঃ বিঃ
দীর্ঘ দিন ধরে উক্ত মামলার আসামীরা গ্রেফতার না হওয়ায় ভিকটিমের বাবা মোঃ মোক্তাদুল ইসলাম খান বাদী হয়ে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর কোম্পানী কমান্ডার বরাবর একটি অভিযোগ দায়ের করেন (যাহার নম্বর-৩৩ তারিখ ১৫/১১/১৮ খ্রিঃ)। উক্ত অভিযোগ প্রাপ্ত হয়ে আসামী গ্রেফতারের জন্য সোর্স নিয়োগসহ সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৯/১১/২০১৮খ্রিঃ আনুমানিক ভোর ০৪.৩০ ঘটিকার সময় র‌্যাব-১, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন পাবুরিয়াচালা সাকিনস্থ মোঃ গোলজার হোসেন এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ জুবায়েল হোসেন শাওন, ২। মোঃ গোলজার হোসেন(৪২) দ্বয়’কে ধৃত করি। আসামীদ্বয় উল্লেখিত মামলা প্রত্যাহারের জন্য বাদীকে নানাভাবে ভয় ভিতি প্রদর্শন করে আসছে।