স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের গাজীপুর জেলা প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ মনজুরুল হক গাজীর শ্বশুর বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বিশিষ্ট আলেমে দ্বীন বারিষাব ইউনিয়নের চর দুর্লভখাঁ গ্রামের নিবাসী অধ্যাপক মাওলানা এ.বি.এম হেলাল উদ্দিন সোমবার সকাল ৭টায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। পেশাগত জীবনে তিনি পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার মনোহরদী ডিগ্রি কলেজে ইসলামী শিক্ষা বিষয়ে অধ্যাপনা শেষে ২০০২ সালে অবসর গ্রহণ করেন। পাশাপাশি নিকটস্থ শেখেরগাঁও জে.ইউ. ফাযিল মাদরাসাসহ বিভিন্নদ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদানের মাধ্যমে দ্বীনের খেদমত করেন এবং দীর্ঘ সময় পাশ্ববর্তী টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের পূর্বপাড়া ঈদগাহ মাঠের ইমাম ছিলেন। মরহুম এবিএম হেলাল উদ্দিন ব্যক্তি জীবনে খুবই মেধাবী ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ছিলেন এবং জগৎ বিখ্যাত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কায়রোর “আল আযহার বিশ্ববিদ্যালয়ে” উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তখনকার সময়ে স্কলারসীপ প্রাপ্ত হয়েছিলেন। মায়ের অসুখ এবং বিভিন্ন কারণে সেই সুযোগ গ্রহণ করতে পারেননি। মুত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় বারিষাবের চর দুর্লভ খান আবদুল হাই সরকার উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামায অনুষ্ঠিত হয়। জানাযা নামাযের পূর্বে এলাকার নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। জানাযা নামাজ পড়ান মরহুমের ছেলে অধ্যাপক বদিউজ্জামান চাঁন মিয়া। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য মরহুমের সন্তানগণ সকলের নিকট দোয়া চেয়েছেন।