শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ায় চালের বস্তায় প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

কাপাসিয়ায় চালের বস্তায় প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

শেয়ার করুন


কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
কাপাসিয়া উপজেলা সদর বাজারে চালের বস্তায় পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় ৫ ব্যবসায়ীকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
সোমবার ( ২৮ মার্চ ) সকালে কাপাসিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন জানান, পণ্যে মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক। তা সত্ত্বেও পাটের মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ মোড়ক ব্যবহার করা হয়েছে। এ কারণে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারা মোতাবেক পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৫ ব্যবসায়ীকে ৪৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
এসময় ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন কাপাসিয়া থানা পুলিশ।