সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কাপাসিয়ায় শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ

কাপাসিয়ায় শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ

শেয়ার করুন

তাওহীদ হোসেন
কাপাসিয়া প্রতিনিধি
গাজীপুর
: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে, কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ৫ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে ট্যাবলেট (ট্যাব) বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করা ছাত্র-ছাত্রীদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার দেওয়া হয়। জনশুমারি ও গৃহগণনা – ২০২২ প্রকল্পে ব্যবহৃত ট্যাবলেটগুলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-ছাত্রীদের মেধাকে আরো বিকশিত করার লক্ষ্যে উপহার দেন।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ছাত্র-ছাত্রীদের হাতে ট্যাবলেট তুলে দেন।
ট্যাবলেট বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের ভারঃ সভাপতি এ্যাড.মোঃ মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুস সলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার আরিফা খাতুন প্রমুখ।
পর্যায়ক্রমে কাপাসিয়া উপজেলার ৭৩ মাধ্যমিক বিদ্যালয় ও ৬৫ টি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে ৮৪০ টি ট্যাবলেট বিতরণ করা হব।