আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও লেবুমাঝির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন, শামীমা (৪০), জাহিদ (২১), শাহিনুর (২৭), সিমু (২৭), রিমা (২৬), আমেনা বেগম (২২), মোঃ শাকিল (৩০), আফজাল হোসেন (৪৫), জেসমিন বেগম (৩২)। জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তার মধ্যে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য মোজাম্মেল ও মাসুদাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, দীর্ঘ দিন ধরে হানিফ মুন্সির বাড়ি জজ মিয়ার দুই পুত্র নাহিদ ও মোজাম্মেল গংদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। মালিকানা নিয়ে বিরোধ থাকা জমিতে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে উভয়পক্ষ তর্ক—বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয় । এ ব্যাপারে শামীমা ও নূরচান মিয়া বাদী হয়ে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। এক অভিযোগের বাদী শামীমা আক্তার জানায়, কামারগাঁও মৌজা সি,এস ও এস,এ খতিয়ান নং—২৬৯, দাগ ৬৫৭ জমির পরিমাণ ২৪৭ শতাংশ আর এস খতিয়ান ৩০৩ জমির পরিমাণ ২৪৭ শতাংশ জমির রেকর্ড এবং দলিল মূলে মালিক হইয়া আমরা প্রায় শত বছরের উপরে ঘরবাড়ি করে ভোগ দখলে আছি। তারা আমাদের উপর অন্যায় ভাবে হামলা চালিয়েছে এবং জমি দখল করার চেষ্টা করছে। এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ ঘটনায় পৃথক দুটি অভিযোগ পাওয়া গেছে অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।