শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > কাতালুনিয়াকে হুমকি দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

কাতালুনিয়াকে হুমকি দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালুনিয়ার স্বাধীনতার ঘোষণায় কোনো কার্যকর ফল পাওয়া যাবে না। বরং প্রয়োজনে কেড়ে নেয়া হতে পারে স্বায়ত্তশাসনের ক্ষমতাও।

এল-প্যারিস সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ান রাজয়ের। স্বাধীনতার দাবির প্রতিক্রিয়ায় কাতালুনিয়ার স্বায়ত্তশাসন বাতিলে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগেরও হুমকি দেন তিনি।

প্রধানমন্ত্রী মারিয়ান রাজয় বলেন, “স্পেন স্পেনই থাকবে। সুদূর ভবিষ্যতেও স্পেন ভেঙে যাওয়ার কোনো সুযোগ নেই। কাতালুনিয়ার স্বাধীনতার ঘোষণার কোনো কার্যকর ফল যেন দৃশ্যমান না হয় তা যেকোনো মূল্যে নিশ্চিত করবে স্প্যানিশ সরকার। কোনো অবৈধ সিদ্ধান্ত বা উগ্রপন্থা মেনে নেয়া হবে না। অখণ্ড স্পেন ধরে রাখতে প্রয়োজনে কাতালুনিয়ার স্বায়ত্তশাসন বাতিলের মতো কঠোর পদক্ষেপ নিতেও বাধ্য হতে পারি আমরা।”

স্পেনের অখণ্ডতার বিষয়ে অনড় প্রধানমন্ত্রী আরও বলেন, এ সমস্যার সমাধানে কোনো মধ্যস্ততা বা আলোচনার সম্ভাবনা নেই। এর আগে কয়েক দশকের মধ্যে দেশটির সবচেয়ে বড় এ রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার দাবি জানিয়ে মাদ্রিদ ও বার্সেলোনায় জনসমাবেশে অংশ নেয় লাখো মানুষ।