শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কাঁটা দিয়ে কাঁটা তুললো সোয়ানসি

কাঁটা দিয়ে কাঁটা তুললো সোয়ানসি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ মাঠে মোকাবিলায় নামার আগে দুই কোচের সংলাপে ছিল আলাদা তাৎপর্য। স্প্যানিশ দল ভ্যালেন্সিয়ার কোচ মিরোস্লাভ ডুকিচ বৃটিশ দলটিকে নিয়ে বলছিলেন- হ্যা, সোয়ানসি ভাল স্প্যানিশ দল!’ আর স্প্যানিশ জায়ান্ট ভ্যালেন্সিয়াকে স্পষ্ট ফেভারিট মানছিলেন সোয়ানসি কোচ মাইকেল লাউড্রপও। কিন্তু তার মনে মগজে কি ছিল তা দেখালেন সোয়ানসির খেলায় তার শিষ্যরা। বৃহস্পতিবার ইউরোপা লীগের ম্যাচে নিজ মাঠে সোয়ানসির কাছে গো-হারা দেখা গেল স্প্যানিশ জায়ান্ট দল ভ্যালেন্সিয়াকে। আগাগোড়া দাপুটে ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লীগে ওয়েলশ দল সোয়ানসি সিটি এতে ভ্যালেন্সিয়ার জালে ঠেলে গুনে গুনে ৩ গোল। লড়াইয়ে নামার আগে ভ্যালেন্সিয়ার সামপ্রতিক পরিসংখ্যানের দিকে আলাদা সমীহ দেখাচ্ছিলেন সোয়ানসি কোচ। ইউরোপের সেরা ক্লাব আসর চ্যাম্পিয়ন্স লীগে শেষ ১৪ বছরে দুইবার ফাইনাল খেলার যোগ্যতা দেখায় ৬ বারের লা লিগা শিরোপাজয়ী ভ্যালেন্সিয়া। অন্যদিকে ইউরোপিয়ান ফুটবলে সোয়ানসি’র সাফল্যের স্মৃতি হাতেগোনার মতও নয়। ইউরোপের কোন আসরে সারা জীবনে সোয়ানসি নিজেদের জয় দেখেছে মাত্র একবার। ২১ বছর আগে সোয়ানসির সেই জয়টিও ছিল দুর্বল ফুটবল শক্তির মাল্টার এক দলের বিপক্ষে। বৃহস্পতিবার বনি মিচু ও গুজম্যান করেন সোয়ানসির গোল তিনটি। তবে ভ্যালেন্সিয়া কোচ ডুকিচের ব্যতিক্রমী কথাটির ফল মাঠেও দেখালো সোয়ানসি। সোয়ানসি দলে এদিন খেলছিলেন ৬ জন স্প্যানিয়ার্ড ফুটবলার আর ভ্যালেন্সিয়ায় চারজন। এতে সোয়ানসির খেলাটাও এদিন ছিল স্প্যানিশ ফুটবলসুলভ। স্পেনের মাঠে স্বাগতিক তারকাদের ভোগান্তিতে রেখে ম্যাচের ৬৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখেন সোয়ানসি তারকারা।