কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ, শিক্ষক হত্যা, হয়রানি, নির্যাতন ও চলমান পেশাজীবি আন্দোলনকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) গাজীপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষ্যে গত শনিবার বিকালে গাজীপুর শহরের হাবিবুল্লাহ স্মরণি সংলগ্ন একটি পত্রিকা অফিস মিলনায়তনে কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ শিক্ষক সমিতির এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির
(বাকশিস) প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক শামসুল হুদা লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য প্রবীণ শিক্ষক নেতা মোঃ শাহাবুদ্দিন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তারুল আলম মাষ্টার, ফজলুল হক কুসুম, শিক্ষক নেতা প্রিন্সিপাল হুমায়ুন কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক হারুন অর রশীদ, অধ্যাপক আব্দুর রশিদ, অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, অধ্যাপক হাবিবুর রহমান, মোখলেছুর রহমান, আনোয়ার হোসেন, আহমদ আলী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা ফারুক হোসেন প্রমূখ।
সভায় গাজীপুর জেলার, গাজীপুর সদর, কাপাসিয়া, শ্রীপুর,কালীগঞ্জ ও কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। উপস্থিত নেতৃবৃন্দ ও আগত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকসিস) গাজীপুর জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। বাকসিসের নবনির্বাচিত সভাপতি হলেন গাজীপুর বিএম কলেজের প্রিন্সিপাল হুমায়ুন কবির, কাপাসিয়ার তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বরই বাড়ি কলেজের অধ্যাপক মোঃ হাবিবুর রহমান। খুব দ্রুত সময়ের মধ্যে বাকসিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে দায়িত্ব দেয়া হয়।
অপর দিকে উপস্থিত প্রতিনিধিদের মতামত ও পরামর্শের ভিত্তিতে মোঃ মোখলেছুর রহমানকে আহবয়ক এবং আবুবকর সিদ্দিক, মোঃ ফজলুর রহমান কুসুম, আলমগীর হোসেনকে যুগ্ম আহবায়ক ও আহমদ আলী শেখকে সদস্য সচিব করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস, স্কুল) গাজীপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।