বাংলাভূমি২৪ ডেস্ক ॥ কলার নানা পুষ্টিগুণের কথা সবাই জানেন। কিন্তু এর খোসা কি কোনো কাজে লাগে? কলা যেমন উপকারী, এর খোসার উপকারিতাও কিন্তু কম নয়। রাসায়নিকমুক্ত কলা হলে তা ভালো কাজে দেয়।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট কলার খোসার হেলথ ডাইজেস্টের একটি প্রতিবেদনে বলা হয়, সাদা ঝকঝকে দাঁতের জন্য কলার খোসা ব্যবহার করতে পারেন। দাঁতে পাকা কলার খোসা প্রতিদিন ঘষে টানা এক সপ্তাহ ব্যবহার করলে তা ভালো কাজে দেবে।
মুখের ব্রণ দূর করতে কলার খোসা উপকারী। মুখে ভালো করে ঘষে সারারাত রেখে দিলে ব্রণসহ নানা দাগ দূর হবে। চুলকানি ও চোখের অবসাদ দূর করতে চোখের ওপর কলার খোসা মেখে নিতে পারেন। ত্বকের জন্যও কলার খোসা অনেক উপকারী।
কলার খোসায় অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা বলিরেখা ঢাকতে পারে। পোকা-মাকড় কামড় দিলে কলার খোসা কাজে লাগাতে পারেন। দ্রুত ব্যথা ও চুলকানি সেরে যাবে।
ত্বকে কোথাও পাঁচড়াজাতীয় কিছু হলে ওই জায়গায় কলার খোসা মেখে রাখুন অথবা খোসা পানিতে সেদ্ধ করে ওই পানি দিয়ে সংক্রমিত জায়গা কয়েক দিন ধুয়ে ফেলুন। উপকার পাবেন। সূত্র : ওয়েবসাইট