শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > কর আদায় ও কর প্রদান আইন উন্নত করা প্রয়োজন: অর্থমন্ত্রী

কর আদায় ও কর প্রদান আইন উন্নত করা প্রয়োজন: অর্থমন্ত্রী

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ কর আদায় ও কর প্রদান আইন উন্নত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আমাদের সুন্দর ও পরিবেশ বান্ধব একটি কর আইন প্রয়োজন। কর প্রদান ও আদায়ে দ্বৈততা এবং হয়রানি আছে। এ হয়রানি যেন কমানো যায়, আমরা তার ব্যবস্থা নেব।
আজ সোমবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় আয়কর দিবস উপলক্ষে ‘সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি কর প্রদান দাতাকে সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য বশীর উদ্দিন আহম্মেদ ও অন্য সদস্যরা।
মন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের সরকারি আয় ও ব্যয় কম। এর অন্যতম কারণ হলো- আমাদের কর ব্যবস্থা।
এ সময় এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্মেদ বলেন, আমারা কর দিতে চাই। তবে এ জন্য একটি সুন্দর পরিবেশের প্রয়োজন। আমাদের মাঝে সচেতনতা ও সেবামূলক মনোভাব তৈরি করতে হবে।
অনুষ্ঠানে দিবসটি উদযাপনের অংশ হিসেবে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি ৩৬২ জন করদাতাকে সম্মাননা এবং ৪০ জন করদাতাকে ট্যাক্সকার্ড প্রদান করা হয়।