শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > করোনা মোকাবেলায় গম্ভীরের প্রস্তাব, কোয়ারেন্টিন নয়তো জেল

করোনা মোকাবেলায় গম্ভীরের প্রস্তাব, কোয়ারেন্টিন নয়তো জেল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
করোনাভাইরাসের বিস্তার রোধে রোববার গোটা ভারতে জনতা কারফিউ জারি ছিল। কঠিন পরিস্থিতিতে দায়িত্বশীল নাগরিকরা তা মেনে চলেছেন। দেশটির সচেতন নাগরিকরা বলছেন, শুধু নির্দিষ্ট দিনেই নয়, করোনার সংক্রমণ রোধে এখন প্রতিদিনই লকডাউন থাকা প্রয়োজন।

ভারতের সাবেক বাঁহাতি ওপেনার গৌতম গম্ভীর করোনা মোকাবেলায় কঠিন প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, হোম কোয়ারেন্টিনই এখন করোনা ছড়িয়ে পড়া রোখার একমাত্র উপায়। অতি প্রয়োজন ছাড়া অযথা সড়কে বেরিয়ে ভিড় করবেন না। নিজেদের বাঁচাতে লকডাউনে চলে যান।

আসন্ন বিপদের আঁচ নিয়ে অনেক ভারতীয়রই অবশ্য ভ্রুক্ষেপ নেই। বিপদের আন্দাজ পেয়েও যারা কথা শুনছেন না, তাদের জন্য এবার শাস্তির কথা বলেছেন গম্ভীর।

ভারতকে দুবার বিশ্বকাপ জেতানো ক্রিকেটার এবং বর্তমান বিজেপির এমপি মনে করেন, সাবধান হতে যারা লকডাউন মানতে চাইছেন না, তাদের জন্য কড়া দাওয়াই প্রয়োজন।

সোমবার টুইটবার্তায় গম্ভীর লেখেন, নিজে ও নিজের পরিবারকে হয় কোয়ারেন্টিনে রাখুন অথবা জেলে। সিদ্ধান্ত আপনার।

একই সুরে কথা বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সোশ্যাল মিডিয়া টুইটারে একই দিনে তারা লিখেছে, আপনি যদি কোনো দিন কোটি কোটি ভারতবাসীর হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখে থাকেন। সেক্ষেত্রে এটাই আপনার সেরা সুযোগ। ঘরে থেকে নিজেকে নিরাপদে রাখুন। আর দেশবাসীর মধ্য়ে করোনা ছড়িয়ে পড়া রোধ করুন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।