শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > করোনায় আক্রান্ত বেশি যুবকরা : মৃত্যু ষাটোর্ধ্বদের বেশি

করোনায় আক্রান্ত বেশি যুবকরা : মৃত্যু ষাটোর্ধ্বদের বেশি

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর ১৮ মার্চ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বুধবার (১০ জুন) পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত ৫৬টি পিসিআর ল্যাবে মোট চার লাখ ৪১ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করা হয়। আর এর মধ্যে ৭৪ হাজার ৮৬৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। আক্রান্ত রোগীর মধ্যে মোট মৃত্যু হয় ১ হাজার ১২ জনের।

আক্রান্ত রোগীর মধ্যে ৭১ শতাংশ পুরুষ এবং ২৯ শতাংশ নারী। মোট মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৭৭ শতাংশ এবং নারী ২৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ২১ থেকে ৪০ বছর বয়সী রোগীর সংখ্যাই বেশি। যার শতকরা হার ৫৫ শতাংশ। আর মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব রোগীর সংখ্যাই বেশি।

সূত্র জানায়, আক্রান্ত রোগীদের মধ্যে ১ থেকে ১০ বছর বয়সের ৩ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সের ৭ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের ২৮ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের ২৭ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের ১৭ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের ১১ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী ৭ শতাংশ রোগী শনাক্ত হয়েছে।

অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১ থেকে ১০ বছর বয়সের ০ দশমিক ৮২ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সের ১ দশমিক ৪৯ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের ৩ দশমিক ৪ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের ৮ দশমিক ২৯ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের ১৭ দশমিক ৩৯ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের ২৯ দশমিক ৬২ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী ৩৮ দশমিক ৯০ শতাংশ রোগী মারা গেছেন।