বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কমিটি চায় থামাতে, ছাত্ররা চালাতে

কমিটি চায় থামাতে, ছাত্ররা চালাতে

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হল উদ্ধারে উচ্চক্ষমতা সম্পন্ন কমিটির আহ্বায়ক কাজী ফিরোজ রশিদ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের আহ্বান জানিয়েছেন। তবে ছাত্র প্রতিনিধিরা ঘোষণা দিয়েছে আন্দোলন চালিয়ে যাওয়ার।

মঙ্গলবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উত্তোরণের লক্ষ্যে হল উদ্ধার সম্পর্কিত কমিটির আহ্বায়ক স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক প্রতিনিধি, ছাত্রনেতা, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে উপাচার্যের সভাকক্ষে জরুরি বৈঠক করেন।

সূত্র জানায়, বৈঠকে কাজী ফিরোজ রশিদ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রনেতা হিসেবে বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলগুলো উদ্ধারে গঠিত তদন্ত কমিটির কাজ দ্রুত শুরু করছি। যত দ্রুত সম্ভব তথ্যানুসন্ধান করে এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।’

তিনি আন্দোলনরত ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আমার উপর বিশ্বাস রেখে আপনারা আন্দোলন স্থগিত করতে পারেন। ক্যাম্পাস সম্প্রসারণের লক্ষ্যে জমি কেনার জন্য দ্রুত কমিটি গঠন এবং হল নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা অতিশিগগিরই গ্রহণ করা হবে। আমি এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করবো।’

পক্ষান্তরে ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক এফএম শরীফুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবো। জগন্নাথের সমস্যা সমাধানের উদ্যোগ ৩০ দিন লাগার কথা না। আমরা আগামীকালও বাংলাদেশ ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করবো।’

সমবায় ব্যাংকের জায়গায় টিএসসি ঘোষণা প্রসঙ্গে শরীফুল বলেন, ‘এই জাগায় আমাদের নাজিমুদ্দিন হল ছিল। আমরা আমাদের পুরোনো জায়গা দখল করেই টিএসসি ঘোষণা করেছি।’

সূত্র জানায় আজকের বৈঠকে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা অতি দ্রুতই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবো এবং গঠিত উচ্চতর কমিটিকে যথাসম্ভব দ্রুত রিপোর্ট প্রদান করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য খুব দ্রুতই দুইটি বাস কেনার প্রক্রিয়া এগিয়ে চলছে। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য দুইটি দ্বিতল বাস ভাড়া নেয়া হচ্ছে। জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের কাছে আবেদন করার পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি করে বাস দেয়ার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছে।’

তিনি বলেন, ‘বাংলাবাজারস্থ বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া আগামী মাসেই শুরু হবে এবং দ্রুতই ছাত্রী হলের নির্মাণ কাজ শুরু করা হবে।’

এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সরকার আলী আক্কাস, সাধারণ সম্পাদক ড. পরিমল বালা, কর্মকর্তা সমিতির সভাপতি শেখ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সরকার, হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক এফএম শরীফুল ইসলাম, সদস্য সচিব এসএম সিরাজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধারে গঠিত উচ্চক্ষমতা সম্পন্ন কমিটিতে ‘হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদ’ এর আহ্বায়ক এফএম শরীফুল ইসলাম ও সদস্য সচিব এসএম সিরাজুল ইসলামকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। বাংলামেইল২৪ডটকম