শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কমলাপুরে রেল কর্মচারিকে খুন করে ১৫ লাখ টাকা লুট

কমলাপুরে রেল কর্মচারিকে খুন করে ১৫ লাখ টাকা লুট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কমলাপুর স্টেশনে কর্মচারিকে খুন করে ১৫ লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে কোন এক সময়ে এই ঘটনা ঘটে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে। সকালে ওই কর্মচারির হাত পা বাধা লাশ উদ্ধার করা হয়েছে। রাত দিন যাত্রীর ভিড়ে ব্যস্ত কমলাপুরে এ খুনের ঘটনায় রেলযাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঈদ উপলক্ষে কমলাপুরে বাড়তি নিরাপত্তাও রয়েছে।
কমলাপুর স্টেশনের কর্মকর্তারা জানান, মো. ইস্রাফিল (৫৫) নামে ওই কর্মীকে শ্বাসরোধে হত্যার পর টিকিটঘর বাইরে থেকে তালা মেরে যায় দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ড তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। দায়িত্বে অবহলোর জন্য রেল পুলিশ ও রেল নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম জানিয়েছেন। কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম বলেন, শনিবার ভোরে ইস্রাফিলের লাশ কমলাপুরের একটি অস্থায়ী কাউন্টার থেকে উদ্ধার করা হয়। ইস্রাফিল গতকাল (শুক্রবার) টিকিট বিক্রি করে ওই কাউন্টারের সঙ্গে থাকা ছোট্ট একটি কামরায় ঘুমিয়েছিল। রাতের কোন একসময় দুর্বৃত্তরা ঢুকে তাকে বেঁধে শ্বাসরোধে হত্যার পর বাইরে থেকে কাউন্টারে তালা মেরে যায়। নিহত ইস্রাফিল রেলওয়ের মাস্টার রোলের কর্মচারী। তার হত্যাকাণ্ডের খবর পেয়ে সকালে রেলমন্ত্রী মুজিবল হক ঘটনাস্থলে যান। তিনি এই হত্যাকাণ্ড তদন্তের নির্দেশ দেন।