সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > কমছে পেট্রোল, ডিজেলের পাইকারি দর

কমছে পেট্রোল, ডিজেলের পাইকারি দর

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: কনডেনসেট থেকে উৎপাদিত জ্বালানি তেলের (পেট্রোল, অকটেন, ডিজেল) দাম কমানো হচ্ছে। দু’একদিনের মধ্যেই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। ভোক্তারা দাম কমানোর সুফল পাবেন না। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন’র (বিপিসি) মুনাফা কিছুটা বাড়বে। এমন তথ্য জানিয়েছে জ্বালানি বিভাগ।

সূত্র জানিয়েছে, দেশের গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাসের সঙ্গে পাওয়া কনডেনসেট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি ছাড়াও পাঁচটি বেসরকারি কোম্পানি শোধন করে। এসব কনডেনসেট শোধন করে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন, তারপিনসহ বিভিন্ন জ্বালানি পণ্য উৎপাদন করা হয়।

এর মধ্যে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন কিনে নেয় সরকারি প্রতিষ্ঠান বিপিসি। বিপিসি এসব জ্বালানি তেল রাষ্ট্রীয় কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার মাধ্যমে খুচরা পর্যায়ে বিক্রি করে থাকে।

কনডেনসেট থেকে উৎপাদিত ডিজেলের দাম লিটারপ্রতি ৫৫.৫৪ টাকা। যা ৪.৯৬ টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে। কেরোসিনের বর্তমান দর ৫৫.৯২ টাকা থেকে ৫.৬৯ টাকা কমানো, পেট্রোল ৫৬.২৯ টাকা থেকে ২৯.২৮ টাকা কমিয়ে ২৭ টাকা, অকটেন ৫৮.২৭ টাকা থেকে কমিয়ে ২৮.২৯ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত গত নভেম্বর মাস থেকে কার্যকরের প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে।

৫ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ সংক্রান্ত সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন। মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠিয়েছে। দু’একদিনের মধ্যেই গেজেট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

কনডেনসেট উৎপাদিত জ্বালানি তেল বিপিসির কাছে বিক্রি করে অতিরিক্ত মুনাফা করছিল বেসরকারি প্রতিষ্ঠানগুলো। মুনাফার রাশ টেনে ধরার জন্য সরকারের জ্বালানি বিভাগ কনডেনসেট থেকে উৎপাদিত পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জ্বালানি বিভাগ সূত্র জানিয়েছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অর্ধেকে নেমে এসেছে। এ কারণে অভ্যন্তরীণ বাজারেও জ্বালানি তেলের দাম কমানোর দাবি উঠেছে। দাম কমানোর বিষয়ে এখনও ভাবছে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের সচিব আবুবকর সিদ্দিক।

তিনি বাংলানিউজকে জানিয়েছেন, এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে। এতে বিপিসি মুনাফা করছে এ কথা সত্যি। তবে দীর্ঘদিনের লোকসানের তুলনায় কিছুই না। আবার হঠাৎ করে তেলের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ দর অব্যাহত থাকলে দু’এক মাস পর তেলের দাম কমানোর চিন্তা করা হবে।

২০১৩ সালে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে দাঁড়ায় ১২২ ডলারে। তখন দাম বৃদ্ধির কারণ দেখিয়ে বাংলাদেশে সকল জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এখন সেই জ্বালানি তেলের দাম ৫০ ডলারের নিচে নেমে এসেছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম