স্টাফ রিপোর্টার ॥
কবি, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তারা বলছে, আজ সোমবার ভোর ৫টার দিকে পরিচিত একজন ব্যক্তির ফোন পেয়ে তিনি বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
এ প্রসঙ্গে আদাবর থানার ডিউটি অফিসার বলেন, অভিযোগ পাওয়ার পর তার বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখা হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো জিডি বা মামলা হয়নি।
এদিকে, কবি ফরহাদ মজহারকে ভোর ৫টার দিকে তার বাসা থেকে অপহরণ করা হয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান। তিনি লেখেন, প্রথমে উনার (ফরহাদ মজহার) পরিচিত কোন ব্যক্তিকে দিয়ে ফোন করিয়ে উনার এপার্টমেন্ট থেকে নিচে নামানো হয় এবং তারপর উনাকে অপহরণ করা হয়। অপহরণের পর তাকে দিয়ে তার স্ত্রীর কাছে ফোন করিয়ে ৩৫ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়েছে।