রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > কক্সবাজারের ২ আসনে জামায়াত প্রার্থী চুড়ান্ত

কক্সবাজারের ২ আসনে জামায়াত প্রার্থী চুড়ান্ত

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
কক্সবাজার : আদালতের রায়ে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের। দলীয় প্রতীকও হারিয়েছে আদালতের নির্দেশে। নিবন্ধন ফিরে না পেলে আগামী সংসদ নির্বাচনে দলগতভাবে একক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না জামায়াতের প্রার্থীরা।

মুক্তিযুদ্ধকালে শত্রুবাহিনীর সহযোগী হয়ে মানবতাবিরোধী অপরাধ করার জন্য বিচারে দলের শীর্ষ নেতাদের ফাঁসি হয়ে যাওয়াসহ আরও অনেক প্রতিকূলতা সত্ত্বেও দলটি নির্বাচনে লড়তে চাইছে। রাষ্ট্রের সংবিধানে মৌলিক স্তম্ভ গণতন্ত্রের সঙ্গে দলের ঘোষণাপত্র সাংঘর্ষিক হওয়ায় একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের আগস্টে জামায়াতের নিবন্ধন বাতিল হয়।

বিএনপির সঙ্গে জোটবদ্ধ থেকে ২০১৪ সালের জাতীয় নির্বাচন বর্জন করলেও আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি।

দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল ফিতরের সময় নেতারা নিজ নিজ এলাকায় গণসংযোগ করেন। যারা যেতে পারেননি তাদের তরফে ঈদ উপহার বিতরণ করা হয়। গত সংসদ নির্বাচনে ৪৩ আসনে দলের প্রার্থী দেওয়ার প্রস্তুতি ছিল। আগামী সংসদ নির্বাচনে ৬০ আসনে ভোটে লড়ার প্রস্তুতি শুরু করা হয়েছে। তবে শেষ পর্যন্ত কয়টি আসনে জামায়াতের প্রার্থী থাকবে তা নির্ভর করছে নিবন্ধন ফিরে পাওয়া এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে সমঝোতার ওপর।
নিবন্ধন না পেলেও সাম্প্রতিক পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতারা দাঁড়াবেন। তারা বিএনপি বা অন্য দলের প্রতীকে প্রার্থী হবেন না। শক্তিশালী অবস্থান রয়েছে এমন ৪০টি আসনে কাউকে ছাড় না দিয়ে নিজেরা ভিন্ন ভিন্ন প্রতীক নিয়ে লড়বেন বলেই দলের সিদ্ধান্ত আছে।
২০০৮ সালের সংসদ নির্বাচনে জামায়াত লড়েছিল ৩৯টি আসনে। এর মধ্যে ৩৫টিতে বিএনপির প্রার্থী ছিল। বাকি চারটিতে দুই দলেরই প্রার্থী ছিল। জামায়াত জিতেছিল মাত্র দুটি আসনে।

২০০১ সালের নির্বাচনে ১৭টি, ১৯৯৬-এ তিনটি, ১৯৯১-এ ১৮টি এবং ১৯৮৬-তে ১০টি আসন পেয়েছিল জামায়াত। দেখা যায়, বিএনপির সঙ্গী হলে আসন বেড়েছে। ২০০১ সালে জয়ী হওয়া ১৭টি আসনের ১৬টিই হারিয়েছে ২০০৮ সালে। গত মাসে রমজানে বিএনপির ইফতারে অংশ নেওয়া জামায়াতের একজন নায়েবে আমির জানান, ৬০ আসনে লড়ার মতো সক্ষমতা রয়েছে তাদের। তারা প্রস্তুতি নিচ্ছেন; শরিকদের সঙ্গে আসন নিয়ে আলোচনা হবে নির্বাচনের আগে। কেমন পরিবেশে, কেমন নির্বাচন হবে তার ওপর নির্ভর করবে অনেক কিছু।

সম্ভাব্য আসন ও প্রার্থী- দলীয় সূত্র থেকে পাওয়া এখন পর্যন্ত জামায়াতের যে প্রার্থীরা যেসব আসনে নিশ্চিত লড়ার প্রস্তুতি নিচ্ছেন তার তালিকা নিম্নরূপ- হামিদুর রহমান আযাদ (কক্সবাজার-২) এবং শাহজালাল চৌধুরী (কক্সবাজার-৪), শামসুল ইসলাম (চট্টগ্রাম-১৪), ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (কুমিল্লা-১১), এমএ হাকিম (ঠাকুরগাঁও-২), মোহাম্মদ হানিফ (দিনাজপুর-১), আনোয়ারুল ইসলাম (দিনাজপুর-৬), মনিরুজ্জামান মন্টু (নীলফামারী-২), আজিজুল ইসলাম (নীলফামারী-৩), হাবিবুর রহমান (লালমনিরহাট-১০), শাহ হাফিজুর রহমান (রংপুর-৫), নূর আলম মুকুল (কুড়িগ্রাম-৪), নজরুল ইসলাম (গাইবান্ধা-৩), আবদুর রহিম সরকার (গাইবান্ধা-৪), নুরুল ইসলাম বুলবুল (চাঁপাইনবাবগঞ্জ-২), মো. লতিফুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ-৩), আতাউর রহমান (রাজশাহী-৩), রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪), আলী আলম (সিরাজগঞ্জ-৫), মুহাম্মদ হাবিবুর রহমান (চুয়াডাঙ্গা-২), মতিয়ার রহমান (ঝিনাইদহ-৩), আজিজুর রহমান (যশোর-১), আবু সাইদ মুহাম্মদ সাদাত হোসাইন (যশোর-২), অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ (বাগেরহাট-৩), শহীদুল ইসলাম (বাগেরহাট-৪), মিয়া গোলাম পারওয়ার (খুলনা-৫), শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুছ (খুলনা-৬), ইজ্জতউল্লাহ (সাতক্ষীরা-১), মুফতি রবিউল বাশার (সাতক্ষীরা-৩), গাজী নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪), শফিকুল ইসলাম মাসুদ (পটুয়াখালী-২), অধ্যাপক জসিমউদ্দিন (ময়মনসিংহ-৬), ফরীদউদ্দিন (সিলেট-৫), মাওলানা হাবিবুর রহমান (সিলেট-৬)।

এ ৩৪টির মধ্যে ৬টিতে তথা চাঁপাইনবাবগঞ্জ-২, সিরাজগঞ্জ-৫, ময়মনসিংহ-৬, সাতক্ষীরা-১, পটুয়াখালী-২, কক্সবাজার-৪ আসনে ২০০৮ সালের নির্বাচনে জামায়াতের প্রার্থী ছিল না। ময়মনসিংহ-৬ আসনে ২০০১ সালে জামায়াত প্রার্থী জোটের মনোনয়ন পেয়েও পরাজিত হন।

প্রার্থীর নাম এখনই না জানা গেলেও পঞ্চগড়-২, রাজশাহী-২, রাজশাহী-৫, বগুড়া-২ ও চট্টগ্রাম-৭ আসনে জামায়াত লড়বে বলে ঠিক করেছে। কারণ, সর্বশেষ ২০১৪-এর উপজেলা নির্বাচনে এসব এলাকায় জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থীরা।

ট্রাইব্যুনালের রায়গুলোর আলোকে রাজনৈতিক দল হিসেবেই জামায়াতকে নিষিদ্ধ করার দাবি করেন অনেকে।
সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চের সিদ্ধান্তে নির্বাচন কমিশন প্রতীকের তালিকা থেকে ‘দাঁড়িপাল্লা’ বাদ দিয়েছে। কোনো রাজনৈতিক দলই এ প্রতীক ব্যবহার করতে পারবে না। এ সিদ্ধান্তের বিরুদ্ধেও আদালতে যায়নি জামায়াত। তফসিল ঘোষণার পর এ বিষয়েও আইনি লড়াইয়ে নামবেন বলে জামায়াত নেতারা জানান।