শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ‘কক্সবাজারকে পর্যটক আকর্ষণকারী শহর হিসেবে গড়তে চাই’

‘কক্সবাজারকে পর্যটক আকর্ষণকারী শহর হিসেবে গড়তে চাই’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কক্সবাজারকে আরো সুন্দর এবং পর্যটক আকর্ষণকারী শহর হিসেবে গড়ে তুলতে চাই। আমরা কক্সবাজার বিমানবন্দরকে এমনভাবে উন্নত করতে চাই, এতে যত বড় বিমানই হোক না কেন, সারা বিশ্ব থেকে তারা (পর্যটক) এখানে আসতে পারবে।’

আজ বৃহস্পতিবার করোনা পরিস্থিতির মধ্যে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার জেলায় জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের প্রথম ধাপে নির্মিত ২০টি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম স্টেপে উদ্বোধন হওয়া ভবনগুলোতে ফ্ল্যাট পেয়েছেন ৬০০টি পরিবার। এদিন এসব ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নির্দেশে কক্সবাজারের ঝাউবন হয়েছিল। আশপাশের মানুষেরা যাতে জলোচ্ছ্বাস থেকে রক্ষা পান। কক্সবাজারকে সুন্দর মনোরম একটি শহর হিসেবে গড়ে তুলতে চাই। এত সুন্দর, দীর্ঘ এবং বালুকাময় শহর পৃথিবীর আর কোথাও নেই। এই মনোরম দৃশ্য যেন পৃথিবীর সকল পর্যটক দেখতে আসে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যেন পর্যটকরা আসতে পারে, সেটা বিবেচনা করেই আমরা কক্সবাজারের উন্নয়ন করে যাচ্ছি। কক্সবাজারের বিমানবন্দরকে আমরা এমনভাবে উন্নত করতে চাই যত বড় বিমানই হোক না কেন সারা বিশ্ব থেকে তারা এখানে আসতে পারবে।’

শেখ হাসিনা বলেন, ‘কক্সবাজার বিমানবন্দর নির্মাণ করতে গিয়ে দেখলাম, ঘূর্ণিঝড়ে উদ্বাস্তুদের কারণে ৪/৫ হাজার পরিবার বিভিন্ন সময়় সেখানে অবস্থান করছে। তাদের জায়গা করে দেয়ার জন্য এবং প্রকল্প গ্রহণ করার সিদ্ধান্ত নেই। খুরুশকুল জায়গাটা আমি খুঁজে বের করি। নদীর ওপারে মনোরম পরিবেশে ভালোভাবে যেন তারা বসবাস করতে পারে সে কারণেই এই জায়গা। এখানে আমরা শহরের মতো করে গড়ে তুলতে পারব এবং সেইভাবে করে গড়ে দেব।’