শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ককটেল বিস্ফোরণের দায় সরকারের ওপর চাপালেন ফখরুল

ককটেল বিস্ফোরণের দায় সরকারের ওপর চাপালেন ফখরুল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ছাত্রদলের নতুন কমিটি নিয়ে পদবঞ্চিতরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরকারের ওপর দায় চাপিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশানে ককটেল বিস্ফোরণের পর রাত সোয়া ১১টার দিকে তিনি সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান তিনি।

তার অভিযোগ, সরকারের এজেন্টরা বিভ্রান্তি ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ছাত্রদল নেতারা ঐক্যবদ্ধ আছে। সরকার যেমন ২০ দলীয় জোট ভাঙার ষড়যন্ত্র করছে। তেমনি ছাত্রদল নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

একই প্রতিক্রিয়া জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম।

তবে ছাত্রদলের একটি সূত্র জানায়, ছাত্রদলের সুপার ফাইভের একজন নেতা প্রত্যাশিত পদ না পাওয়ায় তার অনুসারীরা বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

রাত পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বেগম খালেদা জিয়া তার কার্যালয়ে অবস্থান করছেন।