শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > কওমী মাদ্রাসার শিক্ষকগণ সরকারী স্কেলে বেতন পাবে – আ.ক.ম মােজাম্মেল হক

কওমী মাদ্রাসার শিক্ষকগণ সরকারী স্কেলে বেতন পাবে – আ.ক.ম মােজাম্মেল হক

শেয়ার করুন

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কওমী মাদ্রাসার শিক্ষকগণ এখন থেকে সরকারী স্কেলে বেতন ও সুবিধাদী ভোগ করবেন। এই কওমী মাদ্রাসাগুলো আগে অবহেলিত ছিল কিন্তু আমাদের সরকারের আন্তরিকতায় আজ সরকারী সকল সুবিধা পাচ্ছে। কথাগুলো বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাড. আ.ক.ম. মোজাম্মেল হক। তিনি শুক্রবার চান্দরা ডাইনকিনিস্থ বায়তুস সালাম মাদ্রাসা পরিদর্শনকালে রাষ্ট্রীয় উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে সরকারের সাফল্য তুলে ধরেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দেশকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেবার জন্য সকলের প্রতি আহবান জানান।
মাদ্রাসা পরিদর্শন ও জুম্মার নামায শেষে ওলামায়ে কেরামগনের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থতি ছিলেন, বায়তুস সালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. বেলায়তে হোসেন বাবু, মোশারফ হোসেন সিকদার, শিকদার জহিরুল ইসলাম জয়, মজিবুর রহমান ইয়াসিন, হাজী আব্দুল খালেক, সহ স্থাণীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।