প্রেসবিজ্ঞপ্তি ॥ বিশ্বব্যাপী মানবাধিকার ও মিডিয়া বিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমোদন লাভ করে পৃথিবীতে অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের এক কোম্পানি। এই অনুমোদন প্রাপ্তির পর কোম্পানিটি কার্যক্রমও আরম্ভ করেছে। কার্যক্রম শুরুর মাধ্যমে বিশ্বে এই প্রথমবারের মতো মানবাধিকার ও মিডিয়া ভিত্তিক কোন একটি কোম্পানির পথ চলা আরম্ভ হলো। কোম্পানির নাম ওয়ার্ল্ড সেফগার্ড এন্ড মিডিয়া লিমিটেড।
এক সমীক্ষায় দেখা যায়, সারা দুনিয়ায় সর্বসাকুল্যে কোম্পানি সংখ্যা একশ’ মিলিয়নের কাছাকাছি। কিন্তু এতদিন ধরে পৃথিবীর কোথাও মানবাধিকার কোম্পানি কিংবা মানবাধিকার ও মিডিয়া ভিত্তিক কোম্পানি ছিল না একটিও। অথচ জগতের সব মানুষের জন্য মানবাধিকার ও মিডিয়া অপরিহার্য। বিষয় দুটো কেন্দ্রিক কোম্পানি হলে মানুষ বেশি করে উপকৃত হতে পারতেন। তাই এরূপ কোম্পানির অপেক্ষায় ছিলেন বিশ্ববাসি। সে প্রয়োজন মেটাতেই মূলতঃ ওয়ার্ল্ড সেফগার্ড এন্ড মিডিয়া লিমিটেড আত্মপ্রকাশ করে।
এ ব্যাপারে যোগাযোগ করলে জয়েন্ট স্টকের সহকারী রেজিষ্ট্রার আবু ইসা মোহাঃ মোস্তাফা ভূঁইয়া বলেন, জাতীয় ও আন্তর্জাতিক আইনে পরিচালিত এই ওয়ার্ল্ডওয়াইড প্রতিষ্ঠানের সদর দপ্তর ঢাকায়। তবে এর সকল নির্বাহী কার্যাবলী গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত ম্যানেজিং ডিরেক্টরের কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, কোম্পানিটি গঠনের ৫২ ঘন্টার মধ্যে, অর্থাৎ ২০১৪ সালের পহেলা জুলাই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। এর আগে একই বছর ২৯ জুন সেটি নিবন্ধিত (নং- সি ১১৬৮৩৩) হয়।
প্রতিক্রিয়া জানতে চাইলে বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ মামুন জানান, এটি পৃথিবীর সর্ব প্রথম আন্তর্জাতিক মানবাধিকার ও মিডিয়া কোম্পানি। সরকারীভাবে অনুমোদনপ্রাপ্ত কোম্পানি সংঘবিধির ৪৪ অনুচ্ছেদেও বিষয়টি স্বীকৃত। তিনি আরও বলেন, কোম্পানিটি হওয়ার ফলে দেশ-বিদেশের লোকেরা এই প্রতিষ্ঠান থেকে মিডিয়া সুবিধা প্রাপ্তির সঙ্গে সঙ্গে মানবাধিকার, নিরাপত্তা ও সুরক্ষামূলক সেবা পাচ্ছেন।
প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কয়েকটি কার্যক্রম হাতে নিয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য বিজ্ঞাপন চ্যানেল, বিশ্ব মানবাধিকার মিশন ইত্যাদি। যোগাযোগ করলে এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ সাইফুল ইসলাম মোল্লা আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা বিশ্বাস করি অসংখ্য স্টেইকহোল্ডার, শুভানুধ্যায়ী, নিবেদিত সুধীজনের চিন্তা ও নিরলস প্রচেষ্টায় সুখী সমৃদ্ধ বিশ্ব গড়তে আমাদের কোম্পানি কিছুটা হলেও সহায়ক হবে।