রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ওয়ান-ইলেভেনের কুশিলবদের বিচার করা হবে: হান্নান শাহ

ওয়ান-ইলেভেনের কুশিলবদের বিচার করা হবে: হান্নান শাহ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ওয়ান-ইলেভেনের কুশিলবদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

সোমবার জাতীয়তাবদী স্বাধীনতা ফোরামের উদ্যোগে ডিআরইউতে আয়োজিত ‘১/১১ ষড়যন্ত্র: আমাদের বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হান্নান শাহ বলেন, ওয়ান-ইলেভেনের সময় আমি বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের নেতাদের কাছে গিয়েছি। ফখরুদ্দীন-মইনুদ্দীনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। তখন কেউ আমাকে সহযোগিতা করেনি। তদন্ত করে ওই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিচার করা হবে।

তিনি আরো বলেন, আজ দু:খ হয়, আজকের এই ঘৃণ্য দিনটিতেও বড় কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নেই। বিএনপিও এর দায় এড়াতে পারে না।

সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন, রফিক শিকদার প্রমুখ।

এসময় শামসুজ্জামান দুদু বলেন, ওয়ান-ইলেভেনে যারা জড়িত ছিলেন দলের মধ্যে থাকা ওইসব কুশিলবদের তদন্ত করে চিহ্নিত করতে হবে।