শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ওয়ানডে স্ট্যাটাস হারালো নেদারল্যান্ডস, কেনিয়া ও কানাডা

ওয়ানডে স্ট্যাটাস হারালো নেদারল্যান্ডস, কেনিয়া ও কানাডা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে হতাশাজনক পারফরম্যান্স করে ওয়ানডে স্ট্যাটাস খুঁইয়েছে এক সময় বিশ্ব ক্রিকেট মাতানো আফ্রিকান দেশ কেনিয়া। এই পতনে তাদের সঙ্গী হয়েছে নেদারল্যান্ডস ও কানাডাও। ক্রিকইনফোর এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

বাদ পড়া তিন দেশের বদলে পরবর্তী চার বছরে আইসিসির সহযোগী ওডিআই দল হিসেবে খেলার সুযোগ পাবে- সংযুক্ত আরব আমিরাত, পাপুয়া নিউগিনি ও হংকং। যেখানে আগে থেকেই আছে- আয়ারল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ডের মতো ক্রিকেট খেলুড়ে দেশগুলো।

আইসিসি বিশ্বকাপ কোয়ালিফায়ারে সুপার সিক্স রাউন্ডে পঞ্চম স্থান লাভ করে কেনিয়া। আর নেদারল্যান্ডস ও কানাডা তো সেই রাউন্ড উতরাতেই পারেনি। প্রসঙ্গত, নেদারল্যান্ডস ২০০৬ সালে এবং কেনিয়া ১৯৯৬ সালে আইসিসির ওয়ানডে স্ট্যাটাস পায়।