রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > ওমান সরকারের আমন্ত্রনে তারাবীহ পড়াতে গেলেন বিশ্বজয়ী বাংলাদেশী হাফেজ মহীউদ্দীন

ওমান সরকারের আমন্ত্রনে তারাবীহ পড়াতে গেলেন বিশ্বজয়ী বাংলাদেশী হাফেজ মহীউদ্দীন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
হাফেজ মহীউদ্দীন ওমান সরকারের আমন্ত্রনে ওমানের সরকারী মসজিদে  (শেষ ২০দিন) তারবীহ নামাজ পড়াতে গেলেন। সে ২০১২ সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজ প্রতিযোগীতায় অংশনিয়ে ২য় স্থান অর্জন করে বাংলাদেশের সুনাম বয়ে এনে ছিল। আপনারা পত্রপত্রিকায় এবং টিভি নিউজের মাধ্যমে জানতে পেরেছেন হাফেজ ক্বারী  নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত যাত্রাবাড়ীস্থ মারকাজুত তাহফিজ ইন্টা. মাদরাসার ছাত্ররা সৌদি আরব, মিশর, আলজেরিয়া ,লিবিয়া, ইরান, দুবাই, তুরষ্ক, কাতার, গাম্বিয়া, বাহরাইন ও জর্দানে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকার মর্যাদা আরো বৃদ্ধি করে আসছে। যার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ও সৌদি সরকার এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের এ্যাওয়ার্ড তুলে দেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরীর হাতে।   যোগাযোগ ঃ ০১৭১২০৫৪৭৬৩।