বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > ওজনিয়াকিকে হারিয়ে কোন্তার শিরোপা জয়

ওজনিয়াকিকে হারিয়ে কোন্তার শিরোপা জয়

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ক্যারোলিন ওজনিয়াকিকে সরাসরি সেটে হারিয়ে প্রথম ব্রিটিশ নারী হিসেবে মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন জো কোন্তা। আর এই জয়ের ফলে নারীদের তালিকায় সপ্তমস্থানে নিজের নাম লেখালেন তিনি।

ফ্লোরিডায় প্রথম সেটে ডেনমার্কের ওজনিয়াকিকে ৬-৪ গেমে হারান কোন্তা। তবে দ্বিতীয় সেটে আরও সহজে ৬-৩ গেমে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন।

এর আগে আসটির সেমিফাইনালে সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ভেনাস উইলিয়ামস হারিয়ে প্রথম ব্রিটিশ নারী হিসেবে এ ইভেন্টের ফাইনালে ওঠার গৌরব অর্জন করেন কোন্তা।

কন্তার শৈশবের আইডল ছিলেন ৩৬ বছর বয়সী ভেনাস। ১৯ বছর বছর আগে তিনি যখন প্রথম মিয়ামি ওপেন জেতেন তখন কন্তার বয়স ছিল মাত্র ৬। প্রিয় তারকাকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ব্রিটিশ নাম্বার ওয়ান।