শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ‘ওআইসি থেকে পাকিস্তানের বের হওয়ার সময় এখনই’

‘ওআইসি থেকে পাকিস্তানের বের হওয়ার সময় এখনই’

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
পাকিস্তানের সাবেক সিনেট চেয়ারম্যান মিয়া রাজা রাব্বানি বলেছেন, ইসলামিক সহযোগিতা সংস্থা(ওআইসি) থেকে পাকিস্তানকে সরে আসার এটাই সর্বোচ্চ উপযুক্ত সময়। এটা জাতিসংঘের চেয়েও খারাপ।

সিনেটে কাশ্মীর নিয়ে আলোচনার সময় শুক্রবার তিনি বলেন, মুসলমান উম্মাহর বুদবুদ ফেটে গেছে। কাজেই উম্মাহর সঙ্গে সম্পর্ক নতুন করে মূল্যায়ন করতে হবে পাকিস্তানকে।-খবর ডন অনলাইনের

তিনি মনে করেন, পাকিস্তান ও যে কোনো মুসলমান দেশের কঠিন পরিস্থিতিতে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে এই সংস্থাটি।

১৯৯০ এর দশকে বসনিয়ার গণহত্যা ও ফিলিস্তিনে জাতিগত নিধনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব এখন একেবারের মুনাফা কেন্দ্রিক। তারা কেবল অর্থনৈতিক স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

সৌদি তেল কোম্পানি আরামকো ও ভারতীয় কর্পোরেট প্রতিষ্ঠান রিলায়েন্সের মধ্যে দেড় হাজার কোটি ডলারের চুক্তি সইয়ের কথাও উল্লেখ করেন তিনি।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ বেসামরিক পদক দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পর বাহরাইন সফরে তিনি সমঝোতা স্মারকে সই করেছেন।

এতে বোঝা যায়, নিজস্ব ব্যবসা নিয়ে মুসলমান দেশগুলো খুবই ব্যস্ত যে কাশ্মীর ইস্যুতে তারা খুবই বিরক্ত।

রাব্বানি বলেন, কাশ্মীরের নজিরবিহীন কারফিউ ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে সব মানবাধিকার সংগঠনগুলোকে অবগত করতে হবে।