শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > এ মাসে বৃষ্টি হবে ‘বেশি’, হতে পারে কালবৈশাখীও

এ মাসে বৃষ্টি হবে ‘বেশি’, হতে পারে কালবৈশাখীও

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আজ (সোমবার) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। এ অবস্থা আগামী দুই-তিন দিন বিরাজ থাকবে বলে জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েক দিন রাজধানী ঢাকাতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত, চট্রগাম ৬১ মিলিমিটার, সিলেট ১২০ মিলিমিটার , বরিশাল ৫৩ মিলিমিটার , খুলনা ৪৩ মিলিমিটার, রংপুর ১৯ মিলিমিটার, রাজশাহী ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্চ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক-দুই দিন মাঝারি/ তীব্র কালবৈশাখী/ বজ্র-ঝড় ও দেশের অন্যত্র ৩-৪ দিন হাল্কা/ মাঝারি কালবৈশাখী/ বজ্র-ঝড় হতে পারে।

এ মাসে দিনের তাপমাত্রা তাপমাত্রা স্বাভাবিক (৩৪-৩৬ ডিগ্রি সে.) অপেক্ষা ১-২ ডিগ্রি সে. বেশি থাকার সম্ভাবনা আছে এবং মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে একটি মৃদু তাপ প্রবাহ (৩৬-৩৮ ডিগ্রী সে.) বয়ে যেতে পারে। মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ১টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।