শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > ‘এর পরেও প্রশাসনের লজ্জা হয় না’

‘এর পরেও প্রশাসনের লজ্জা হয় না’

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকার রাজপথে রক্তের দাগ। কলেজ পড়ুয়া কিশোর কিশোরীর ছিন্নভিন্ন লাশ। ‘বিচার চাই বিচার চাই’ বলে ফেসবুকে গলা ফাটাই..! কিছুই করতে পারি না। অথচ আমাদের সন্তানরা নামে রাজপথে। কি প্রতিজ্ঞাবদ্ধ অভিব্যক্তি তাদের..! কি দৃপ্ত তাদের শ্লোগান-

“যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ
যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ”

যে কাজগুলো প্রশাসনের করার কথা ছিল- তারা করে দেখায়। যে প্রতিবাদ করার কথা ছিল আমাদের- তারা করে দেখিয়ে দেয়। তা-ও প্রশাসনের লজ্জা হয় না..! তারা লাঠির বাড়িতে রক্তাক্ত করে এই বাচ্চাগুলোকেৃ তাদের জামায় রক্তের দাগ, কলেজের সাদা জুতোয় রক্তের লাল, কিন্তু চেহারায় সততার অহংকারৃ

এই বাচ্চাগুলো তো আমাদেরইৃ আপনার- আমারৃ আমাদের দেশের। এদের রক্ত নিয়ে খেলা হবে আর আমরা মায়েরা চুপ করে ঘরে বসে থাকবো..? নাৃআর একটা বাচ্চার গায়ে যেন আঁচড় না লাগে।

(মেহের আফরোজ শাওন ফেসবুক থেকে নেয়া) সূত্র: আমাদদেরসময়.কম