শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে এবার সাকিব

এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে এবার সাকিব

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

এমনিতেই বাংলাদেশের আইকন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারের আসন দীর্ঘদিন দখলে রেখে নিজেকে নিয়ে গেছে বিশ্ব ক্রিকেটের অন্য উচ্চতায়। এবার আরও একটি চূড়ায় বসলেন সাকিব আল হাসান। ক্রিকেটের নিয়ম-কানুন, আইন যারা প্রনয়ন করে, সেই এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য বাংলাদেশের এই কৃতি ক্রিকেটার। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এ এক বিরল সম্মান।

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত মেরেলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) হচ্ছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিক। শুধু লর্ডসের মালিকই নয়, ক্রিকেটের আইন প্রনয়নের একমাত্র প্রতিষ্ঠানও তারা। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির তৈরিকৃত আইনই আইসিসি বাস্তবায়ন করে থাকে।

গত ২৮ সেপ্টেম্বর থেকে ক্রিকেটে যে সব নতুন আইন বাস্তবায়ন করা হয়েছে, এগুলোও তৈরি করে দেয়া এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির। আইসিসি শুধু সেগুলো রিভিউর পর আস্তবায়নের দায়িত্ব পালন করছে।