শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > এমপি-সরকারি চাকুরের দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ

এমপি-সরকারি চাকুরের দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: সাধারণ নাগরিকরা দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন তবে প্রজাতন্ত্রের কর্মী এবং সংসদ সদস্যরা এই সুবিধা নিতে পারবেন না। এছাড়া মিথ্যা তথ্য দিয়ে নাগরিক হলে কঠোর শাস্তির বিধান রেখে নাগরিকত্ব আইন- ২০১৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ আইনের অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, কেউ মিথ্যা তথ্য দিয়ে নাগরিক হলে তার পাঁচ বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকার অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

খসড়া আইনে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত রাষ্ট্র ছাড়া বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সর্ম্পক আছে এমন সব দেশের সঙ্গে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন বাংলাদেশের নাগরিকরা। তবে বিচারপতি, সংসদ সদস্য, সাংবিধানিক পদে থাকা ব্যক্তি, বিভিন্ন বাহিনীসহ প্রজাতন্ত্রে কর্মরত ব্যক্তিরা দ্বৈত নাগরিক হতে পারবেন না।