বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘এমপিরা বন্যা দুর্গতদের পাশে নেই ‘

‘এমপিরা বন্যা দুর্গতদের পাশে নেই ‘

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেছেন, ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারি দলের এমপিরা বন্যা দুর্গত জনগণের পাশে নেই। সরকারি প্রশাসনও নির্বিকারভাবে জনগণের দুঃখ-দুর্দশায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারাও জনগণের পাশে দাঁড়াচ্ছে না।

এ অবস্থায় জরুরি ভিত্তিতে বন্যাদুর্গত লোকদের জন্য শুকনো খাদ্য, বিশুদ্ধ পানি, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রীসহ মেডিকেল টিম পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির। সেই সঙ্গে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া বিত্তশালী ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থাকে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই জামায়াত নেতা।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি জামায়াত আমির এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘‘পাহাড়ি ঢল ও অতিরিক্ত বর্ষণের ফলে দেশের উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, জামালপুর, টাঙ্গাইল, শেরপুর, মোমেনশাহী, নেত্রকোণা, চট্টগ্রামের বাঁশখালী প্রভৃতি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীতে অব্যাহতভাবে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
এতে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কোথাও কোথাও নদীর ভাঙনে মানুষ গৃহহীন হচ্ছে। অনেকের ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে গেছে। হাজার হাজার হেক্টর জমির ফসল, ধান, পাট, শাক-সব্জি, তরিতরকারি এবং বীজতলা বন্যার পানিতে তলিয়ে গেছে। ঘর-বাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় গৃহপালিত পশু- গরু, ছাগল, হাঁস-মুরগী নিয়ে বন্যাদুর্গত মানুষ বিপাকে পড়েছে। অনেক মৎস্য চাষির পুকুরের মাছ ভেসে গেছে। বন্যাদুর্গত মানুষ অভাবের তাড়নায় হাহাকার করছে। আশ্রয়হীন মানুষের ঘরে খাদ্য নেই, বিশুদ্ধ খাবার পানি নেই। বন্যাদুর্গত অঞ্চলের মানুষ দুষিত পানি পান করায় অনেকেই কলেরা, আমাশয়, পেটের পীড়াসহ বিভিন্ন রোগ-ব্যাধিতে ভুগছে। অসুস্থদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। বন্যাদুর্গতদের জন্য এখনো পর্যন্ত কোনো সরকারি সাহায্য পৌঁছেনি।
ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারি দলের এমপিরা জনগণের এ দুঃসময়ে তাদের পাশে নেই। জনগণের পাশে দাঁড়ানোর দায়িত্বানুভূতি ও সাহস কোনোটাই তাদের নেই। সরকারি প্রশাসনও নির্বিকারভাবে জনগণের দুঃখ-দুর্দশায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারাও জনগণের পাশে দাঁড়াচ্ছে না। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে বন্যাদুর্গত লোকদের জন্য শুকনো খাদ্য, বিশুদ্ধ পানি, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য, ঔষধ ও চিকিৎসা সামগ্রীসহ মেডিকেল টিম পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমির।’’