রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > এভারটন ছেড়ে ম্যানইউতে লুকাকু

এভারটন ছেড়ে ম্যানইউতে লুকাকু

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
কিছুদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আবারো এভারটনে যোগ দিয়েছেন ওয়েন রুনি। এবার এভারটন ছেড়ে ম্যানইউতে নাম লেখালেন বেলজিয়াম ফরোয়ার্ড রোমেলু লুকাকু। তারকা এই ফরোয়ার্ডকে দলে টানতে ৭৫ মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে ইউনাইটেডকে। দলটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

লুকাকুর সাবেক ক্লাব চেলসিও তাকে কিনতে আগ্রহী ছিল। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত চেলসিতে খেলা লুকাকু ২০১৪ সালে এভারটনে যোগ দেন। ওই সময় স্ট্যামফোর্ড ব্রিজের কোচের দায়িত্বে ছিলেন হোসে মরিনিয়ো। ইউনাইটেডে যোগ দেওয়ায় আবারও পর্তুগিজ কোচের অধীনে দেখা যাবে গত মৌসুমে ২৫ গোল করা লুকাকুকে। প্রাক মৌসুম সফরে দলটির সঙ্গে যোগ দিয়েছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এদিকে লুকাকুর সঙ্গে চুক্তির পর দারুণ ‘উচ্ছ্বসিত’ ইউনাইটেড কর্তৃপক্ষ। ইন্টারনেট