শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > এবার সেলফি তুলে দেবে ড্রোন

এবার সেলফি তুলে দেবে ড্রোন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: সেলফি এবং গ্রুপফি তোলার জন্য সেলফি স্টিকের দিন শেষ। এবার এলো সেলফি ড্রোন। এই ড্রোনটি উড়ে উড়ে আপনারা সেরা সেলফি তুলে দেবে।

ড্রোনটি বাজারে এনেছে অস্ট্রেলিয়ার এক কোম্পানি।জুন মাস থেকেই সারা বিশ্বের বাজারে পাওয়া যাবে এই সেলফি ড্রোনকে।

এই সেলফি ড্রোনের মাধ্যমে ২৫ মিটার দূর থেকে ছবি তোলা যাবে। নেওয়া যাবে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভিউও। সেলফি ড্রোনে থাকছে ৫ মেগাপিক্সেল সিমস সেন্সর ক্যামেরা। আকারে ৬০০ মিলিটার বোতলের আয়তনের সমান এই ড্রোন সহজেই ঢুকে যাবে প্যান্টের পকেটে বা ব্যাগে।

তবে, ভালো ছবি তোলার জন্য গাঁটের পয়সা খসাতে হবে একটু বেশি। সেলফি ড্রোনের দাম বাংলাদেশী টাকায় পড়বে ২০ হাজার টাকারও বেশি।