বিনোদন ডেস্ক ॥
শাবনূর বাংলা চলচ্চিত্রের এক জনপ্রিয় নায়িকার নাম। বহু সুপার হিট ছবি দিয়ে আজো দর্শকের মনে রয়ে গেছেন এই নায়িকা। নানা কারণেই চলচ্চিত্র থেকে বেশ লম্বা সময় ধরে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন এই নায়িকা। তবে সুখবর হলো এই যে আবারো দর্শক প্রেক্ষাগৃহে দেখতে পারবেন শাবনূরকে।
১২ জানুয়ারি মুক্তি পাচ্ছে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘পাগল মানুষ’। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শাহের খান। ছবিটি পরিচালনা শুরু করেন এম এম সরকার। ২০১২ সালের ২৯ ডিসেম্বর ছবিটির শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর এম এম সরকারের সহকারী পরিচালক বদিউল আলম খোকন ছবিটির বাকি অংশের শুটিং শেষ করেন।
এ প্রসঙ্গে বদিউল আলম খোকন বলেন, ‘এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন নায়িকা শাবনূর। এই ছবি শেষ করা আমার দায়িত্ব ছিল। কারণ ছবিটি আমার ওস্তাদ পরিচালক এম এ মান্নান স্যারের শেষ কাজ। ‘পাগল মানুষ’ মুক্তি দেওয়ার পর আমি শান্তি পাব।
২০১২ সালে ‘পাগল মানুষ’ ছবিটির শুটিং শুরু হয়েছিল। পরিচালকের মৃত্যু ও অন্য অনেক কারণে পিছিয়ে গিয়েছিল ছবির শুটিং। দেরিতে মুক্তি পেলেও দর্শক ছবিটি পছন্দ করবেন বলে জানান পরিচালক বদিউল আলম খোকন।